শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ৪

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ৪

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক সন্ত্রাসীকে এবং ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেঃ বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের তালমান সর্দার বাড়ির নুরুজ্জামানরে ছেলে মোঃ আবুল কাশেম (২৪), সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের চাঁন মিয়ার বাড়ির মৃত আলী আকবরের ছেলে আবদুল মানিক ওরফে বাচ্চু (৬৫), চরমটুয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মমিন উল্যাহ বাড়ির মমিন উল্যার ছেলে মো. রাশেদ(২২) ও বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে অস্ত্রধারী মো.দেলোয়র হোসেন রাজু (২৮)। এ সময় পুলিশ মো.দেলোয়র হোসেন রাজুর নিকট থেকে একটি পাইপগান এবং কাশেম,বাচ্ছু ও রাশেদের নিকট থেকে ৫০পিস ইয়াবা উদ্ধার করে। রোববার (২৯ জানুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

জানাগেছে, এর আগে, শনিবার বিকেলে সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে। এবং অপর অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রাম থেকে পাইপগানসহ এক যুবককে গ্রেফতার করে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

৫৪ বার ভিউ হয়েছে
0Shares