সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে এক সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

নাচোলে এক সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার ; চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাসায়নিক সার সংকট মোকাবেলায় সার মনিটরিং কমিটির কঠোর নজরদারীতে ভ্রাম্যমান আদালত এক সার ব্যবসায়ীকে অধিক মূল্যে সার বিক্রয়ের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে আজ রবিবার বেলা ১১টার দিকে উপজেলার খেড়িপাড়া এলাইপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে নূরুল ইসলাম(৪০) সরকারি মূল্যের চেয়ে বেশী মূল্যে ডিএপি সার বিক্রয়ের অপরাধে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন।

৩৮২ বার ভিউ হয়েছে
0Shares