বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

শার্শায় মাটি বহনকারী ট্রাক্টর চাপায় ছাত্র নিহত

শার্শায় মাটি বহনকারী ট্রাক্টর চাপায় ছাত্র নিহত

ইয়ানূর রহমান :  শার্শায় অবৈধভাবে মাটি বহনকারি ট্রাক্টরের চাপায় ওমর  ফারুক (১০) নামের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ৮  টার দিকে শার্শার কৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ঐ  গ্রামের আব্দুল্লাহ মন্ডলের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ওমর ফারুক সকালে নানার বাড়ি শিকড়ী থেকে বাইসাইকেল চালিয়ে তার বাড়ী কৃষ্ণপুর গ্রামের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মহিষাডাঙ্গা কালাম দারোগার বাড়ীর সামনে পৌঁছালে গোগার দিক থেকে দ্রুত  গতিতে আসা মাটি বহনকারী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার  ত্যু হয়।

বেনাপোল পোর্ট রাসেল মিয়া জানার সাথে সাথে পুলিশের টিম সেখানে গিয়ে মরদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন।মৃতের পিতা-মাতা থানায় এসেছেন। তারা মামলা করতে চাচ্ছেনা। তবে পুলিশ মামলার পক্ষে। মামলা করলে অপরাধী যেই হোক তাকে
আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। এদিকে ওমর ফারুকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছ।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS