শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

শিক্ষায় বাংলাদেশী সেনবাগের দুই ভাই শাহেদ ও নাবিলের কৃতিত্ব অল আয়াারল্যান্ড জেপি ম্যাকম্যানাস স্কলারশিপ অর্জন

শিক্ষায় বাংলাদেশী সেনবাগের দুই ভাই শাহেদ ও নাবিলের কৃতিত্ব অল আয়াারল্যান্ড জেপি ম্যাকম্যানাস স্কলারশিপ অর্জন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালীর প্রতিনিধি : সুদুর আয়ারল্যান্ডে শিক্ষায় বাংলাদেশী প্রবাসী দুই সহদর ভাই সাহেদ পাটোয়ারী ও নাবিল পাটোয়ারী আয়ারল্যান্ডের সবচেয়ে সম্মানজনক শিক্ষা পুরস্কার জেপি ম্যাকম্যানাস অল আয়াারল্যান্ড স্কলারশিপ ঔচ গপগধহঁং অষষ ওৎবষধহফ ঝপযড়ষধৎংযরঢ় অর্জন করেছে। সাহেদ ও নাবিল আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশী নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫ নং অজুনতলা ইউপি উত্তর মানিকপুর গ্রামের মুন্সির বাড়ির আয়ারল্যান্ড প্রবাসী আবদুল বারী ও নুর নাহার পাটোয়ারী দম্পতির দুই ছেলে।
সাহেদ আয়ারল্যান্ডের সবচেয়ে সম্মানজনক শিক্ষা পুরস্কার জেপি ম্যাকম্যানাস অল আয়ারল্যান্ড স্কলারশিপ পুরস্কার পেয়েছে ২০২৩ সালে ও নাবিল পেয়েছে ২০২৫ সালে। লিমেরিক বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে তাদের দুই ভাইয়ের হাতে পুরস্কারগুলো তুলে দেওয়া হয়। সাহেদ ও নাবিলের গ্রামের বাড়ি সেনবাগ উপজেলার ৫ নং অজুনতলা ইউপি উত্তর মানিকপুর গ্রামের মুন্সি বাড়ি।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS