আক্কেলপুরে জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধিঃ চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি ব্রজেন্দ্রনাথ মন্ডল (৫২) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে জয়পুরহাটের আক্কেলপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌর শহরের সিদ্ধির মোড় এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা মহিকুল ইসলাম ২০১৬ সালে ব্রজেন্দ্রনাথের বিরুদ্ধে একটি চেক প্রতারণা মামলা করেন। মামলাটি দীর্ঘদিন বিচারাধীন থাকার পর ২০২২ সালে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত ব্রজেন্দ্রনাথকে দোষী সাব্যস্ত করে সাজা দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
এবিষয়ে তার জামাতা জগদিশ চন্দ্র বলেন, আমার শশুড় বায়ার ক্রপ সায়েন্স নামের একটি কীটনাশক কম্পানীর ডিলার ছিলেন। তাদের ব্যবসায়ীক লেদদেন পরিশোধ করা হয়েছিল। তারপরও তারা মামলা করেছে পরে রায়ও হয়েছে যা আমার শশুড় জানতেন না।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ব্রজেন্দ্রনাথ মন্ডল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষে আমরা গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করার জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।