শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

পত্নীতলায় কৃষি শ্রমিকদের কষ্ট লাঘবে পাশে দাড়ালেন খাজা নাজিবুল্লাহ চৌধুরী

পত্নীতলায় কৃষি শ্রমিকদের কষ্ট লাঘবে পাশে দাড়ালেন খাজা নাজিবুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর পত্নীতলায় কৃষকদের উৎপাদিত সোনার ফসল ঘরে তোলার মৌসুম চলমান। এই মৌসুমে তীব্র দাবদাহে কৃষি শ্রমিকরা মাঠে ঘাম ঝরাচ্ছেন কৃষকের ধান ঘরে তুলতে। সম্প্রতি সারা দেশে আবহাওয়া পরিস্থিতি ও তাপমাত্রা  প্রখর হওয়ায় কৃষির্ শ্রমিকরা মাঠে কাজ করতে যেন নাভিশ্বাস ফেলছে। এমন কষ্ট লাঘবে কৃষি শ্রমিকদের পাশে দাড়িয়েছেন নওগাঁ-২ আসনের জনসেবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এম.পি পদে মনোনয়ন প্রত্যাশী  খাজা নাজিবুল্লাহ চৌধুরী। স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, চৌহালী, কুরিগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী এবং রংপুরের বিভিন্ন উপজেলা থেকে আসা কৃষি শ্রমিকদের এইরুপ কষ্টের কথা শুনে তাদের কাছে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, বিস্কুট ও গামছা নিয়ে হাজির জননেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরী। এ সময় তিনি প্রায় ৫ শতাধিক কৃষি নারী-পুরুষ শ্রমিকদের মাঝে গামছা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিতরণ কালে খাজা নাজিবুল্লাহ চৌধুরী কৃষকদের সঠিক মুল্যায়নে আগামীতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কৃষকের ন্যায্য মুল্য ও অধিকার আদায়ের পথকে সুগম করার আহবান জানান।

খাজা নাজিবুল্লাহ চৌধুরী বলেন, ‘খাদ্য শষ্য ভান্ডারখ্যাত নওগাঁ জেলা। জেলার অন্যতম উপজেলা ধামইরহাট-পত্নীতলায় পর্যাপ্ত কৃষি জমি ও দক্ষ জনবল থাকা সত্বেও কৃষকদের জন্য একটি কৃষি গবেষনাগার, কৃষিপন্য রক্ষনাবেক্ষনে কোল্ডস্টোরেজ প্রয়োজন ছিল, যা বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট হায়েনা সরকার করতে পারেনি। আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় গিয়ে সবার আগে কৃষকদের ভাগ্যের উন্নয়ন করার হবে বিএনপির প্রধান লক্ষ।

১০০ বার ভিউ হয়েছে
0Shares