সেনবাগে ভ্রাম্যমান আদালতের অভিযান মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা


মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি; সেনবাগ উপজেলা সহকারীর কমিশনার (ভ‚মি) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম উপজেলার ছাতারপাইয়ায় এক অভিযান চালিয়ে কৃষি জমিন থেকে অভৈধ ভাবে মাটি কাটার অপরাধে মোঃ ফরহাদ (৩৫)নামের এক মাটি ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ফরহাদ উপজেলার বিরাহীম গ্রামের ওয়াজি উল্লার ছেলে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগেছে, ছাতারপাইয়া ইউপির বিভিন্ন গ্রামে কৃষি জমিনে টপসয়েল সহ অভৈধ ভাবে জমিন গর্ত করার অভিযোগের প্রক্ষিতে ভ্রাম্যামান আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭(১) ধারা ১৫ লঙ্ঘনে অপরাধে ছাতারপাইযার বিরাহিমপুর গ্রামের ওয়াজি উল্লাহ ছেলে মো: ফরহাদ (৩৫) এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এধরণের অভিযান অভ্যহত থাকবে বলেও নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের এক্সিউটিভ ম্যাজিষ্ট্রট মোহাম্মদ জাহিদুল ইসলাম।