জানা যায়, শনিবার রাত ৯.১০ দিকে দিঘা থেকে বিশেষ কাজে প্রাইভেট কার যোগে বাউসা তথ্য কেন্দ্রে আসচ্ছিলেন। এমন সময় বাউসা বাজারের পূর্ব পাশে তার দিক লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। প্রাইভেট কারের জানালা বন্ধ থাকায় পেট্রোল বোমা কারের বাইরে বাস্ট হয়। তবে এতে কারো ক্ষয়ক্ষতি হয়নি।
পরে রাত প্রায় ১০ টার দিকে বাউসা ইউনিয়নের বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদলসহ সাধারণ জনগণ একত্রিত হয়ে এমন কাজের প্রতিবাদে বাউসা বাজারের বিশেষ বিশেষ স্থানে প্রতিবাদি মিছিল করে।
এ বিষয়ে প্রাইভেট কার ডাইভার সোহেল রানা বলেন, দিঘা থেকে বাউসা তথ্য কেন্দ্রে চাচ্ছিলাম বাউসা বাজারের কাছে মাদ্রাসার পাশে পৌছাতেই গাড়ির উপর কিছু একটা নিক্ষেপ করা হয়েছে এবং তা জ্বলে উঠতে দেখা যায়। পরে গাড়ি থেকে বের হয়ে দেখি কাচ এবং পেট্রোল, সে থেকে ধারণা করা যাচ্ছে আমাদের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে আমরা ভালো আছি।
বাউসা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেন, আমাদের প্রিয় নেতা রেজাউল করিম কে উদ্দেশ্য করেই পেট্রোল বোমা টি নিক্ষেপ করা হয়। আমরা বাউসা ইউনিয়ন বাসীর হয়ে কাজ করছি সেই রাগ বা হিংসা থেকে কেউ বা কাহারা এমন কাজ করতে পারে। আমরা এমন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বাউসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হামজা মধু বলেন, আমি এই মহুতে কারো নামে মন্তব্য করতে চাচ্ছি না। তবে আমরা এই হামলাকারীদের খুঁজে বের করবো ইনশাআল্লাহ।
বাউসা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম বলেন, আমার উপর পূর্ব পরিকল্পিত ভাবে হামলা করা হয়েছে। আমরা বাউসা ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করছি এটা অনেকেই সহ্য বা সহজ ভাবে নিতে পারছে না এমন হিংসার জায়গা থেকে আমার উপর আকস্মিক হামলা করা হয়েছে ! তবে কে বা কাহারা এমন কাজ করেছে আমরা সঠিক ভাবে পরিচয় সনাক্ত করতে পারিনি। আমি এমন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।