গাইবান্ধা গোবিন্দগঞ্জে যাত্রীবাহি বাসের ধাক্কায় ১ জন নিহত\ ও আহত-৫

গাইবান্ধা গোবিন্দগঞ্জে যাত্রীবাহি বাসের ধাক্কায় ১ জন নিহত\ ও আহত-৫

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সাইদুল ইসলাম (৪৮) নামের অটোরিক্সার ১ যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহত অটোরিক্সার যাত্রী উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তাজপুর গ্রামের মোংলা দফাদারের পুত্র। এ ঘটনায় আহতদের গোবিন্দগঞ্জ ও বগুড়া শজিমেক হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হেসেন জানান, জানান গতকাল বেলা ২টার দিকে একটি অটোরিক্সা নির্দিষ্ট লেনের বদলে মেইন লেনে বগুড়া থেকে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসার সময় পিছন থেকে একই দিকে যাওয়ার সময় দ্রæতগামী যাত্রীবাহি অজ্ঞাতনামা একটি বাস পিছন থেকে অটোরিক্সাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিক্সার যাত্রী সাইদুল সহ অন্য ৫ যাত্রীরা আহত হয়। গুরুতর অবস্থায় সাইদুল কে বগুড়া শজিমেক হাসাপাতালে নেয়া হলে চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS