নেত্রকোনার সীমান্তে ভারতীয় বিএসএফ এর দৃষ্টতা বরদাস্ত করা হবে না — খেলাফত আন্দোলন


এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে গতকাল বুধবার দুপুরে ভারতীয় বিএসএফ কর্তৃক কাটা তারের বেড়া নির্মাণ চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী।
তিনি আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকায় বুধবার দুপুরে ১১৫৬ নং পিলারের কাছে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ এর জোয়ানরা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে এবং তারা এই বিষয়ে চরম দৃষ্টতা দেখাচ্ছে। বেড়া নির্মাণ করছে খবর পেয়ে বাংলাদেশের বিজিবির সৈনিকরা ওই স্থানে অবস্থান করে বিএসএফকে নিষেধ করে। বিএসএফ পুনরায় নিষেধ উপেক্ষা করে বেড়া নির্মাণের চেষ্টা করেলে বিজিবির পাশাপাশি স্হানীয় এলাকাবাসীও তাদের দেশের মাটি রক্ষায় তীব্র প্রতিবাদ জানায়, এক পর্যায়ে স্থানীয় জনগণ এবং বিজিবির তীব্র বাধার মুখে বিএসএফ জোয়ানরা পিছু হটতে বাধ্য হয়। এই মূহুর্তে ঐ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে আমাদের কাছে খবর এসেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
৩১ ব্যাটালিয়ান ও স্থানীয় জনগণকে দেশের মাটি রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।
৯ বার ভিউ হয়েছে