গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিত্যাক্ত টয়লেট কুপে মরদেহ উদ্ধার


গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাপমাড়া ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামারের পরিত্যাক্ত টয়লেট কুপ থেকে মরদেহ উদ্ধার। আজ মঙ্গলবার দুপরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার ওসি জানান সাহেবগঞ্জ ইক্ষু খামারের পরিত্যাক্ত টয়লেট কুপ একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এ ঘটনার খবর পেলে গোবিন্দগঞ্জ থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে।
স্থানীয়রা মনে করছে উদ্ধার হওয়া লাশটি ৪ দিন নিখোঁজ হওয়া স্কুল ছাত্র সাব্বির হোসেনের।
সাব্বির উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্র। সে ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে।
গোবিন্দগঞ্জ থানাার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মৃতদেহটি নিখোঁজ হওয়া স্কুল ছাত্র সাব্বিরের কিনা তা নিশ্চিত করতে পারেনি।