সোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা

ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা

১৭ Views

গণআন্দোলনের মুখে পদত্যাগ ও দেশ ছাড়ার পর নীরবতা ভাঙলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম বক্তব্যেই তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন আওয়ামী লীগ সভাপতি। শনিবার আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে একটি বার্তায় এ অভিযোগ করেছেন হাসিনা।

রোববার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গতকাল আওয়ামী লীগ সভাপতি তার দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে একটি বার্তা দেন। যেখানে ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে শেখ হাসিনা বলেন, ‘আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম, তাহলে এখনও ক্ষমতায় থাকতে পারতাম।’

শেখ হাসিনা বলেন, ‘আর মৃত্যুর মিছিল দেখতে চাইনি বলেই পদত্যাগ করার সিদ্ধান্ত নেই। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তা হতে দেইনি। তাই নেতৃত্ব থেকে সরে দাঁড়াই। আমি ক্ষমতায় থাকতে পারতাম, যদি সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগরের সার্বভৌমত্ব যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতাম। আমি আমার দেশের মানুষের কাছে অনুরোধ জানিয়েছিলাম, যাতে তারা বহিঃশক্তির দ্বারা প্রভাবিত না হয়।’

নিজের দেশত্যাগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আমি যদি দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানির পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্থ হতো। যার ফলে আমি দেশত্যাগের কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আপনারা চেয়েছেন বলেই, আমি আপনাদের নেতৃত্ব দিয়েছি। আপনারাই আমার শক্তি ছিলেন। আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। আমি বাংলাদেশের ভবিষ্যতের জন্য সবসময় দোয়া করি।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমার যেসব কর্মী সেখানে আছেন, তাঁরা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে।’

Share This