বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক সামু গ্রেফতার

সেনবাগে উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক সামু গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক ও কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক সামছুল হক সামু (৪০)কে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে সেনবাগ থানার এসআই শ্রীবাস পালের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে উপজেলার শায়েস্তানগর গ্রামস্থ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

সামছুল হক সামু সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের সুলতান মিয়ার বাড়ির নুরুল হক মেস্তুরীর ছেলে ও সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক এবং কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদকের দায়ীত্বে রয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)ইকবাল হোসেন পাটোয়ারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান- তার বিরুদ্ধে আদালত কর্তৃক একটি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরন করা হয়।

৪৩ বার ভিউ হয়েছে
0Shares