সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিরলে বৈষম্য বিরোধী ছাত্র- জনতার শান্তি মিছিল ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বিরলে বৈষম্য বিরোধী ছাত্র- জনতার শান্তি মিছিল ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

৬৩ Views

মোঃ আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ॥ বিরলে বৈষম্য বিরোধী ছাত্র- জনতার শান্তি মিছিল ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে শান্তি মিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক সসূহ প্রদক্ষিণ করে। পূণরায় শহীদ মিনারে ফিরে এসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশের শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনেশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন শেষে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন আন্দোলনের অন্যতম নেতা ফজলে রাব্বি, রেজওয়ান, মোস্তাফিজুর রহমান মোস্তা, মোকাম্মেল হোসেন, মুজাহিদ, আরিফ হোসেন, হাবিব। এ সময় বিরল উপজেলা ছাত্র কল্যাণ সমিতি, ঢাকা এর সাবেক সভাপতি মওসুম কবীর রাব্বি, আন্দোলনের অন্যতম নেতা হারুন সহ বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা সকল দূর্নীতি বন্ধ,অরাজকতা ও বিশৃঙ্খলা বন্ধ, যে কোন প্রকারের চাঁদাবাজিবন্ধসহ সাংবিধানিক বৈষম্যসমূহ নিরসনে আজীবন সোচ্চার থাকবেন বলে জানান। এছাড়াও যে কোন প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন গণতান্ত্রিক অধিকার আদায়ে ১৫ দিন সময় নিতে হলেও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে তা প্রতিহত করতে ১৫ মিনিট সময় লাগবে না ছাত্রদের। তাই যে যার অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে বলে জানান নেতৃবৃন্দ।

বিরল থানার অফিসার ইনচার্জ এর সাথে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
মোঃ আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ॥
বিরল থানার অফিসার ইনচার্জ এর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোবাশ্বের হোসেন ও উপজেলা ছাত্রদলের সহসভাপতি মিজানুর রহমান এর নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দগণ থানার অফিসার ইনচার্জ গোলাম মওলা শাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
উপজেলাবাসীর জানমালের নিরাপত্তাসহ আইন শৃঙ্খলা রক্ষায় পরষ্পর সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Share This

COMMENTS