পত্নীতলায় পহেলা বৈশাখ উদযাপন 

পত্নীতলায় পহেলা বৈশাখ উদযাপন 
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ  শোভা যাত্রা বের হয়ে উপজেলা সদর নজিপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক  ব্যক্তিগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মিগণ, শিক্ষক-শিক্ষার্থীরা। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় সংগীত ব্যক্তিত্ব ও শিল্পী এবং সকল শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS