শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে ২২ কেজি গাঁজা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে ২২ কেজি গাঁজা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেসবিজ্ঞপ্তি  : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক  অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য নিয়ে দিনাজপুর থেকে ঢাকা অভিমুখে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল ০৯ জুন সকালে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৫ নং শশরা ইউনিয়নের কাশিপুর সাকিনস্থ যুব-উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (র‌্যাব ক্যাম্প) এর গেটের সামনে চেকপোস্ট স্থাপন করে । উক্ত চেকপোস্ট চলাকালে দিনাজপুর টু ঢাকা গামী যাত্রীবাহী পরিবহণ বাস তল্লাশী করে ২২ (বাইশ) কেজি গাঁজা সহ আসামী ১। মোঃ তুষার(২৩), ২। মোঃ জাহিদুল ইসলাম (২২), উভয় সাং- শুবাঢ্যা, থানা- কেরানীগঞ্জ, জেলা- ঢাকা এবং ৩। মোঃ জাফর মোল্লা(৩৪) , সাং- কুলচুড়ি টেকের হাট, থানা- কালকিনী, জেলা- মাদারীপুর, এ/পি- সাং- বরিশুর, ৪ নং ওয়ার্ড, কালিন্দী ব্রাহ্মকিত্তা, থানা- কেরানীগঞ্জ মডেল থানা, জেলা- ঢাকা কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স¦ীকার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে  আসামীদের কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

৭০ বার ভিউ হয়েছে
0Shares