শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে চিরি পাড়ের যুব সমাজের উদ্যোগে সৌহার্দ সম্প্রীতি’র আলোচনা ও ইফতার মাহফিল

ধামইরহাটে চিরি পাড়ের যুব সমাজের উদ্যোগে সৌহার্দ সম্প্রীতি’র আলোচনা ও ইফতার মাহফিল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে পবিত্র রমজানের তাৎপর্যময় মাসে সৌহার্দ- সম্প্রীতি ও ভাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে যুব সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে সামাজিক সংগঠন চিরিপাড়ের যুব সমাজের উদ্যোগে ও বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি, ধামইরহাটের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। চিরিপাড়ের যুব সমাজ সংগঠনের সভাপতি মো. আবাবিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক মোস্তফা জাহিদ ব্রেজনেভ, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, প্রধান শিক্ষক এস.এম খেলাল ই রব্বানী, দৈনিক আমাদের সময় সিনিয়র সাব-এডিটর হাসান শাহরিয়ার, মেডিকেল অফিসার নিয়াজ মোস্তাক চৌধুরী, সংগঠনের সম্পাদক মো. মাবুদ হোসেন, ব্যাংকার ইলিয়াস আলী প্রমুখ। এ সময় ধামইরহাট উপজেলার বিভিন্ন স্থানের বুয়েট, কুয়েটম রুয়েট, ঢাকা, জগন্নাথ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

১৩৩ বার ভিউ হয়েছে
0Shares