শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত নারীর মৃত্যু

সেনবাগে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত নারীর মৃত্যু

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর সেনবাগে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত হরমুজা খাতুন (৮০)নামের এক নারী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাগেছে। নিহত হরমুজা খাতুন উপজেলার ২নং কেশারপাড় ইউপির খাজুরিয়া সর্দারপাড়া গ্রামের দিঘলী বাড়ির মৃত আমিন মিয়ার স্ত্রী। ্ঘটনায় নিহতের ছেলে বাচ্ছু বাদি হয়ে সোমবার দুপুরে সোলেমান, শাহ আলম,সোহেল,জয়নাল খলিলুর রহমান নাম উল্লেখ সহ কয়েকজনের নামে সেনবাগ থানায় মামলা দায়ের করেছের বলে সোমবার সন্ধ্যায় নিশ্চিত করেন থানার ওসির দায়ীত্বে থাকা ওসি তদন্ত হেলালউদ্দিন।
জানাগেছে,গত ১৮ জুন সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে একই বাড়িরে সোলেমান, শাহ আলম,সোহেল,জয়নাল খলিলুর রহমানের নেতৃত্বে একদল লোক লাঠি-সোটা নিয়ে নিহত হরমুজা খাতুনের পারিবারে ওপর হামলা চালায়। এ সময় ঘটনাস্থালে থাকা হরমুজা খাতুনকে চুলের মুঠি ধরে বিবাদী শাহ আলম গাছের সঙ্গে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয় তাকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ ভর্তি করান। সেখানে অবস্থারর অবনতি হলে তাকে নোযাখালী জেনারেল হাসপাতাল ভর্তি করালে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করান। এরপর পরিবারের নিকট লাশ হস্তান্তর করলে শুক্রবার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার ওসি দায়ীত্বে পরিদর্শক-তদন্ত হেলাল উদ্দিনঘটনার সত্যতা নিশ্চত করে করে জানান, মারামারির ঘটনায় থায়ায লিখিত অভিযোগ ছিলো। যেহেতু ওই নারী মারা গেছে তাই নিহতের চেলে আবেদনের পরিপ্রেক্ষিতে ওই অভিযোগটি এফআইআর হিসেবে গন্য করা হবে।
আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS