শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে ছাত্রীকে স্কুল ডেকে নিয়ে স্বণালংকার লুট

সেনবাগে ছাত্রীকে স্কুল ডেকে নিয়ে স্বণালংকার লুট

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে সৃষ্টি রানী শীল (৬) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষাথীকে কৌশলে বিদ্যালয় থেকে ডেকে নিয়ে তার কানে থাকা স্বর্ণালংকার খুলে নিয়ে প্রায় ১০ কিলোমিটার দুরে উপজেলা কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর মাদরাসা আলা বাড়িতে রেখে পালিয়ে গেলে এক প্রতারক মহিলা। ওই ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ১২টার দিকে সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বীজবাগ সরকারি ডিটি প্রাথমিক বিদ্যালয়ে।

প্রতারক মহিলা শিশু মেয়েটি ওই বাড়িতে রেখে পালিয়ে যাবার পর সে কান্নাকাটি শুরু করায় ওই বাড়ির মহিলা এগিয়ে এসে বিষয়টি ফতেহপুর মাদরাসার মুহতামিম বড় হুজুর বেলাল হোসাইন ফতেহপুরী জানান। এরপর তিনি সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জনকন্ঠ সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরীকে খবর দিয়ে তিনি ঘটনাস্থলে পৌছে বিদ্যালয়ে ও পরিবারের সদস্যদের খবর দিলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুউদ্দিন আহমেদ ও সহকারী শিক্ষক মোঃ নুরুল কাউছার ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থী সৃষ্টি শীলকে তাা মা সুমি রানী শীল সহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। সৃষ্টি শীল জানায় ওই প্রতারক মহিলা তাকে তার মা ডাকছে এই কথা বলে বিদ্যালয় থেকে ডেকে নিয়ে যায়। এরপর ফতেহপুরে এনে তার কানে থাকা স্বর্ণালংকার খুলে নিয়ে তাকে রেখে পালিয়ে যায়।

১১১ বার ভিউ হয়েছে
0Shares