নাটোরে ছাত্রলীগের অবস্থানের কারণে সারাদিনেও মাঠে নামতে পারেনি কোটা বিরোধীরা
৬০ Views
নাটোর প্রতিনিধি : নাটোরে ছাত্রলীগ ও পুলিশের অবস্থানের কারণে সকাল থেকে সারাদিন মাঠেই নামতে পারেনি কোটাবিরোধী আন্দোলনকারীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে তারা শহরের কানাইখালির প্রেসক্লাব এলাকায় কর্মসূচি পালনের ঘোষণা দিলেও সেখানে ছাত্রলীগ অবস্থান নেয় । পরে তারা স্থান পরিবর্তন করে শহরের হাফ রাস্তা এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করলে সেখানেও হানা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপরই সংঘর্ষ এড়াতে সেখানে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দিনব্যাপী এমন লুকোচুরির মধ্যেই সীমাবদ্ধ থাকে কোটা সংস্কার আন্দোলন।