সিরাজগঞ্জে আসামি ধরতে গিয়ে নদীতে ডুবে পুলিশ কর্মকর্তার মৃত্যু
৯২ Views
সিরাজগঞ্জ প্রতিনিধি ;; সিরাজগঞ্জের রায়গঞ্জের নলকা ইউনিয়নের ধোপাকান্দিতে চুরিসহ একাধিক মামলার আসামীকে ধরতে গিয়ে স্বরসতী নদীতে ঝাঁপ দিয়ে ডুবে রেজাউল ইসলাম শাহ (৪৫) নামের এক উপ-পরিদশর্ক (এস.আই) পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
নিহত রেজাউল ইসলাম শাহ রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমন্ত্রণ গ্রামের তোজাম্মেল হকের ছেলে। সোমবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকন্দির স্বরস্বতি নদীতে এ ঘটনা ঘটেছে।
পুলিশ সুত্রে জানা যায়,রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার এরান্দহ গ্রামের চুরি মামলাসহ একাধিক মামলার আসামী নাজমুল ইসলাম (৩০) কে হাটিকুমরুল এলাকা থেকে গ্রেফতার করে চুরি হওয়া মালামাল উদ্ধার করতে আসামীকে নিয়ে অভিযানে যান এসআই রেজাউল ইসলাম শাহ। এসময় আসামী নাজমুল দৌড়ে পালিয়ে স্বরসতী নদীতে ঝাপ দেয়। এ সময় এসআই রেজাউল ইসলামও তাকে ধরতে নদীতে ঝাপ দেয়। কিন্তু আসামী নদী পাড় হলেও এসআই রেজাউল নদীর মাঝখানে তলিয়ে যায়। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তাকে মৃত ঘোষণা করে ।
রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রাশিদ জানান, গত ৩ জুলাই রায়গঞ্জ উপজেলার একটি বাড়িতে স্বর্ণালংকারসহ মালামাল চুরির ঘটনা ঘটে। এঘটনায় আসামী নাজমুলসহ কয়েক জনের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় আজ সোমবার সকালে নাজমুলকে হাটিকুমরুল এলাকা থেকে গ্রেফতার করে চুরি হওয়া মালামাল উদ্ধার করতে আসামীকে নিয়ে এসআই রেজাউল ইসলাম শাহ ধোপাকান্দি এলাকায় যান। এসময় আসামী নাজমুল পালানোর জন্য পুলিশ পিকআপ ভ্যান থেকে লাফ দিয়ে দৌড় দেয়। তাকে ধরতে এসআই রেজাউল ইসলামও পিছন পিছনে দৌড় দিলে এক পর্যায় আসামী নাজমুল
স্বরসতী নদীতে ঝাপ দেয়। এ সময় এসআই রেজাউল ইসলাম তাকে ধরতে তিনিও নদীতে ঝাপ দেয়। কিন্তু আসামী নদী পাড় হলেও এসআই রেজাউল নদীর মাঝখানে তলিয়ে যায়। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, সকালে চুরি মামলার আসামী ধরতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে নিখোজ হয় এসআই রেজাউল ইসলাম শাহ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।