শুক্রবার- ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে ২ দিন ব্যাপী জনগণের বার্ষিক কর্ম পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

ধামইরহাটে ২ দিন ব্যাপী জনগণের বার্ষিক কর্ম পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রামের আয়োজনে ৫ ও ৬ জুন দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটরিয়ামে জনগণের বার্ষিক কর্ম পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গ্রাম উন্নয়ন কমিটি (ভিডিসি), শিশু ফোরাম, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় সরকার নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাগণ এতে অংশগ্রহণ করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ‘র ভারপ্রাপ্ত ম্যানেজার সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেনিস তপ্ন। বিশেষ অতিথি যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য দপ্তরের স্যানিটারী ইন্সপেক্টর আনিসুর রহমান, বন্ধন এনজিও এরিয়া ম্যানেজার মকবুল হোসেন, ওয়ার্ল্ড ভিশন সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেনিস তপ্ন, নাথন চৌকিদার, ডেভিড সাংমা, মুকুল বৈরাগী, স্পন্সরশীপ অ্যান্ড চাইল্ড প্রটেকশন অফিসার প্রদীপ হাসদা, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, রোজলিন মিতু কোরাইয়া প্রমুখ বক্তব্য রাখেন। দুই দিনের সমাপনী দিনে সাংবাদিক এম এ মালেক সম্মেলনে বিগত বছরের কাজের সফলতা এবং ব্যর্থতার দিক তুলে ধরে নতুন বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়।

১৩৮ বার ভিউ হয়েছে
0Shares