শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে গোলাম কিবরিয়া-সচিবসহ সকল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জাহানপুর ইউপি

ধামইরহাটে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে গোলাম কিবরিয়া-সচিবসহ সকল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জাহানপুর ইউপি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ৪ ক্যাটাগরিতেই প্রথম স্থান অধিকার করেছে জাহানপুর ইউনিয়ন পরিষদ। ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই কর্মকান্ডে গত সপ্তাহে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলার শ্রেষ্ঠ সচিব বিমান কুমার মন্ডল, শ্রেষ্ঠ হিসাব সহকারী শারমিন সুলতানা ও গৌছুল আজম শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন। ৪টি ক্যাটাগরির সবকটিতেই ১ম স্থান অধিকার করেছেন জাহানপুর ইউনিয়ন পরিষদ। জেলা পর্যায় থেকে প্রতি ৩ মাসে এই ফলাফল ঘোষিত হয়।
এমন সাফল্যে ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, মুলত একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই সবকিছু নয়, পরিষদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় পারে একটি বড় সাফল্য এনে দিতে, যার ফলাফল আমার পেয়েছি, জাহানপুর ইউনিয়ন পরিষদ সব সময় সেবা দিয়ে এগিয়ে যেতে চায়।’
উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, ‘জাহানপুর ইউনিয়ন ৪টি ক্যাটাগরিতেই ১ম হয়ে তারা প্রশংসার দাবী রাখে, এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং অন্যান্য ইউনিয়ন পরিষদও তাদের প্রচেষ্টা চালাবে এমনটাই প্রত্যাশা করছি।’

৬৯ বার ভিউ হয়েছে
0Shares