মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে পুলিশের ভুয়া এএসআই আটক 

নাটোরে পুলিশের ভুয়া এএসআই আটক 

নাটোর প্রতিনিধি :  নাটোরের বড়াইগ্রামে পুলিশের পরিচয় দেয়া এক ভুয়া সহকারী উপপরিদর্শকে (এএসআই) আটক করেছে পুলিশ। এসময় আটককৃত ওই যুবকের থেকে একটি ভুয়া পরিচয় পত্র জব্দ করা হয়।
বুধবার(৩ এপ্রিল) দুপুরে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ গ্রামে এই ঘটনা ঘটে। আটক ভুয়া সহকারী উপ পরিদর্শকের নাম আলাউদ্দিন সুমন(৩৭)। সুমন ফেনীর দক্ষিণ মহাদেবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজিব বলেন, পুলিশের সহকারী উপ পরিদর্শকের পরিচয় দিয়ে আলাউদ্দিন সুমন নামে ওই ব্যক্তি  দুপুরে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ গ্রামে যায়। সেখানে পুলিশের  ভুয়া পরিচয় পত্র দেখিয়ে স্থানীয় এক যুবককে রেলওয়ের টিসি পদে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করে। তার কথাবার্তায় এলাকাবাসীর সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে। এসময় তার থেকে একটি পুলিশের ভুয়া পরিচয় পত্র এবং একটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।
এঘটনায় বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।#
১২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS