বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালীতে হলি উৎসব উৎযাপন

পটুয়াখালীতে হলি উৎসব উৎযাপন

সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে সনাতন ধর্মালম্বীরা উদযাপন করছে হলি উৎসব। সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন হিন্দুপাড়া এবং মন্দির প্রাঙ্গনে শুরু হয় এ উৎসব। এসময় ঢাকের বাদ্য, উলুধ্বনী এবং ধর্মীয় গানে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। পরে সনাতনীরা রঙ দিয়ে একে অপরকে রাঙিয়ে তুলেন। রঙ খেলায় মেতে ওঠে শিশু সহ উঠতী বয়সী কিশোর কিশোরীরা।
বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফালগুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়।

২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS