শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সোনারগাঁওয়ে তুচ্ছ ঘটনায় দুই বন্ধুকে কুপিয়ে হত্যার চেষ্টা

সোনারগাঁওয়ে তুচ্ছ ঘটনায় দুই বন্ধুকে কুপিয়ে হত্যার চেষ্টা

সোনারগাঁও প্রতিনিধি: সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে জেরে জাহিদুল ইসলাম(২৮) ও এনামুল(২৮) নামে দুই বন্ধুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার চেষ্টাসহ একটি মুদী দোকানের প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে প্রতিপক্ষ আল আমিন,সালে আহাম্মদ,শরীফ,সুমন,ইমন,দীল মোহাম্মদ,লিপি ও খুদু গং। গত রোববার দিবাগত রাত সাড়ে ৯টায় থানার কাঁচপুর উত্তর পাড়াস্থ মোল্লা বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। আহতদেরকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানার মামলা প্রস্তুতি চলছে। আহতের পারিবারিক সূত্র ও অভিযোগ সূত্রে জানা যায়,কাঁচপুর উত্তর পাড়া এলাকার শাহ আলম মিয়ার ছেলে জাহিদুল একজন মুদী ব্যবসায়ী। রোববার দিবাগত রাত সাড়ে ৯টার সময় স্কুটি বাইক যোগে সে মুদী মালামাল পাইকারী ক্রয় করে দোকানের উদ্দেশ্যে রওনা হয়। পৌণে ১০টার সময় স্থানীয় মোল্লা বাড়ির সামনে পৌঁছলে কাঁচপুর উত্তরপাড়ার আফারউদ্দিনের ছেলে ইমন নেশা সেবন করে তার বাইকের সামনে এসে পথরোধ করে। জাহিদুল বাইকের সামনে থেকে তাকে সরে যেতে বললে এতে ক্ষিপ্ত হয়ে জাহিদুলের গালে চর-থাপ্পড় মারে। চর মারার প্রতিবাদ করলে ইমন উত্তেজিত হয়ে কিল-ঘুষি মারে। বিষয়টি দেখে জাহিদুলের বন্ধু এনামুল জাহিদুলকে উদ্ধার করে। বিষয়টি স্থানীয়রা সমাধানও করে দেয়। কিন্তু সমাধানের পরও ইমন আমজাদ আলীর ছেলে সালে আহাম্মদ,দীল মোহাম্মদ,আফুরউদ্দিনের ছেলে শরীফ,ইমন,আজ্ঞাতদের পুত্র সুমন,আল আমিন,লিপি বেগম,খুদু বেগম গংলোহার রড,শাবল,লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে জাহিদুলের মুদী দোকানের অনধিকার প্রবেশ করে হামলা লুটপাট তান্ডব চালায়। এ সময় জাহিদুল ও তার বন্ধু এনামুল বাধা দিলে হামলাকারীরা তাদেরকে হত্যার চেষ্টায় নৃশংসভাবে কুপিয়ে দোকানের ক্যাশ বাক্সে থাকা সাড়ে ১০ হাজার টাকা ও এনামুলের পকেটে থাকা নগদ ৫ হাজার ৭০০টাকা লুটে নেয়। এ সময় তারা দোকানের প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিসাধণ করে। পরে উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে পাঠানোর ব্যবস্থা করে। এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৬৮ বার ভিউ হয়েছে
0Shares