মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা চাঁদ জামিন পেলেন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা চাঁদ জামিন পেলেন

নাটোর প্রতিনিধি : প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে মানহানিকর বক্তব্যের মামলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৩ মার্চ) দুপুরে নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. রওশন আলম আসামি আবু সাঈদ চাঁদকে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
এর আগে (২২ মে) সোমবার রাতে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে সদর থানায় ১০০ কোটি টাকার মানহানির একটি মামলা দায়ের করেন।
আসামিপক্ষের আইনজীবী শরিফুল হক মুক্তা জানান, ২০২৩ সালের ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। ২৪ মে এ অভিযোগে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলায় বাদীপক্ষের আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবীর তর্ক বিতর্ক শেষে ১৫ হাজার টাকা জামানত মুচলেকায় আবু সাঈদ চাঁদকে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত শুক্রবার ২০২৩ সালের ১৯ মে বিকেলে রাজশাহী জেলার পুঠিয়ার শিবপুর হাই স্কুল মাঠে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেফতার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে বিএনপির সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন।#
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS