শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় আহত দাখিল পরীক্ষার্থীর মৃত্যু

কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় আহত দাখিল পরীক্ষার্থীর মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত এক দাখিল পরীক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত দাখিল পরীক্ষার্থী নাম মোঃ সাহাবুর আলম (১৭)। তার বাড়ী উপজেলার নাজিরপুর ইউনিয়নের দিলুড়া গ্রামে। তার বাবার নাম মো. আসন আলী। ওই ইউনিয়নের আনন্দপুর আলিম মাদ্রাসার শিক্ষার্থী।সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক।

জানা গেছে, গত শনিবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের হাঁড়িগাতী মসজিদ মোড়ে মোটরসাইকেলের এ দুর্ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে  সোমবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দাখিল পরীক্ষার্থী মোঃ সাহাবুর আলম।

১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS