শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রেলমন্ত্রী সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন

রেলমন্ত্রী সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি ঃ রেলপথ মন্ত্রী জিল্লুর হাকিম বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মান বলেন বা চতুর্থ শিল্প বিপ্লব বলেন। সবক্ষেত্রেই ভালো মানুষ প্রয়োজন। আমরা ভালো হলেই দেশ আরো উন্নত হবে, রেলওয়েরও উন্নয়ন হবে। চুরি বন্ধ করেন আর উন্নয়ন বুঝে নেন। এজন্য আগে নিজেকে ভালো করেন, সংশোধন করেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সফল হওয়া যায়। গত শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। এর আগে তিনি পার্বতীপুর রেলওয়ে ক্যারেজ লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেন। সেখান থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানায় এসে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় তাঁর সাথে ছিলেন, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এমপি আলহাজ্ব সিদ্দিকুল আলম, রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির, মহাপরিচালক অসিম কুমার তালুকদার, জেনারেল ম্যানেজার কামরুল আহসান, ডিজিএম পার্থ সরকার, প্রধান যন্ত্র প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) কুদরত-ই-খোদা, মন্ত্রীর সহধর্মিণী। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান, কর্ম ব্যবস্থাপক (ডাবিøউএম) শেখ হাসানুজ্জামান, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও পৌর সদস্য সচিব রাকিব খান, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আলতাফ হোসেনসহ রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শ্রমিক সংগঠন গুলোর নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাধারণ শ্রমিক কর্মচারীরা। মন্ত্রী এসে প্রথমে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তা কর্মচারীদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কারখানার ২৮ টি শপ (উপ-কারখানা) এর মধ্যে ক্যারেজ শপ, ফাউন্ড্রী শপ ও প্রোডাকশন মেশিন শপ পরিদর্শন করেন। শেষে তিনি ডিএসডাবিøউ এর অফিসের সামনের চত্বরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আসলে ঐক্যবদ্ধ প্রয়াস চালালে দেশের উন্নয়ন সম্ভব। মন্ত্রী বলেন, এজন্য আমাদের ভালো হতে হবে। চুরি বন্ধ হলে সৈয়দপুর রেলওয়ে কারখানারও উন্নয়ন হবে। রেলওয়েকে একটি পরিবার ভেবে সম্মিলিত ভাবে সুষম উন্নয়ন করতে চাই। আপনারা সহযোগিতা করবেন এবং সঠিক তথ্যে ইতিবাচক সংবাদ পরিবেশন করবেন। তখন সংবাদ কর্মীরা রেলওয়ে হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। সৈয়দপুরে রেলওয়ের সিংহভাগ বাংলো, কোয়াটার, জায়গা অবৈধ দখলের বিষয়ে তিনি বলেন, রেলওয়ের ভূমিতে বসবাসকারীদের ক্যাটাগরী নির্ধারণ করা হচ্ছে।

১৫৬ বার ভিউ হয়েছে
0Shares