শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শার্শায় ভূমিহীন ও গৃহহিন পরিবারের মাঝে কম্বল বিতরণ

শার্শায় ভূমিহীন ও গৃহহিন পরিবারের মাঝে কম্বল বিতরণ

শার্শা (যশোর) প্রতিনিধি : শার্শা উপজেলা নির্বাহী অফিসার বাড়ি বাড়ি যেয়ে ৩শতাধিক ভূমিহীন ও গৃহহিন পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশি গিলাপোল আশ্রায়ন প্রকল্পের ৫০টি দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া এ প্রতিনিধি জানান, এ বছর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত ৬ হাজার ৫ শত ২০টি কম্বল ১১টি ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য-সদস্যাদের মাধ্যমে বিতরণ সম্পন্ন হয়েছে। এছাড়া ভূমি আছে ঘর নেই, ঘর আছে জমি নেই প্রকল্পের ৩শত আশ্রয়ন প্রকল্পের দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরন করা হয়েছে। শীত নিবারনের জন্য নতুন কম্বল পেয়ে প্রতিটি পরিবার খুবি আনন্দিত।

২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS