সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডিজিটাল সিলেট সিটি প্রকল্পে ওসমানী হাসপাতালে চালু হচ্ছে অনলাইন রোগী নিবন্ধন

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পে ওসমানী হাসপাতালে চালু হচ্ছে অনলাইন রোগী নিবন্ধন

হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা প্রত্যাশীদের ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। স্বাস্থ্যসেবা প্রত্যাশীদের ভোগান্তি নির্মূল করতে উদ্যোগ গ্রহণ করেছেন স্মাট সিলেট সিটির স্বপ্নদ্রষ্টা সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় স্বাস্থ্যসেবা প্রত্যাশীদের ভোগান্তি কমাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চালু করছেন অনলাইন রোগী নিবন্ধন কার্যক্রম।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক মধুসূদন চন্দ-এর সঞ্চালনায় শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘ডিজিটাল সিলেট সিটি’ প্রকল্পের আওতায় ‘হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যারটির মাধ্যমে অনলাইন রোগী নিবন্ধন প্রকল্পের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেটের প্রবাসীরা নানাভাবে দেশের উন্নয়নে কাজ করছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। তবে প্রবাসীদের তথ্যপ্রযুক্তি খাতে আরও বেশী বিনিয়োগ করতে হবে। বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তিতে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। সবার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হলে এর কোনো বিকল্প নেই।
তথ্য ও প্রযুক্তি খাতে প্রবাসীদের বিনিয়োগের উদাত্ত আহ্বান জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের আশার কথা, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ ব্যাপারে অত্যন্ত সচেতন একজন মানুষ। তার হাত ধরে সিলেট একটি স্মার্ট নগরী হিসাবে গড়ে উঠবে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার তাকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হারুন-অর-রশীদ, ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান খান ও ইজেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান।
২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS