মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই -এমপি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা

আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই -এমপি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা বলেছেন, আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই। আদর্শ নাগরিক তৈরির জন্য সুষ্ঠু, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার পথ সুগম করতে হবে। ছাত্রছাত্রীর মধ্যে দেশপ্রেম, নিষ্ঠা, দায়িত্ববোধ সৃষ্টির লক্ষ্যে আনন্দঘন শিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষাকার্যক্রম পরিচালিত করছে বর্তমান সরকার। আগামীর কর্ণধার বর্তমান শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

বুধবার (৩১ জানুয়ারি ২০২৪) রাতে বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নবনির্বাচিত সংসদ সদস্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৩নং শতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরিয়াস সাঈস সরকার, দিনাজপুর জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আবু হুসাইন বিপু, বীরগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি শিবলী সাদিক, দিনাজপুর জেলা পরিষদের সদস্য মোঃ রকনুজ্জামান বিপ্লব, বীরগঞ্জ পৌরসভার কাউন্সিলর বনমালি রায়, বাংলাদেশ ছাত্রলীগ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক গোলাম মুর্শিদ, উপজেলা আওয়ামীলী ও ৩নং শতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ।

৩২ বার ভিউ হয়েছে
0Shares