মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠির আদালতের এজলাস কক্ষে সাপ, বিচারিক কার্যক্রম বন্ধ!

ঝালকাঠির আদালতের এজলাস কক্ষে সাপ, বিচারিক কার্যক্রম বন্ধ!

রহিম রেজা, ঝালকাঠি : ঝালকাঠিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের সোফায় ঝুলে থাকা একটি সাপের আতঙ্কে বিচারিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকে কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত আদালত কক্ষে এ ঘটনা ঘটে। পরে বিচার প্রার্থীরা বিষাক্ত সাপটিকে পিটিয়ে হত্যা করে। ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মানিক আচার্য ও অ্যাড. মোর্শেদ কামাল জানান, বিচার কার্যক্রম চলা অবস্থায় আইনজীবীদের বসার সোফা সেটের পিছনে একটি সাপের উপস্থিতি টের পেলে আদালত কক্ষে উপস্থিত সকলে ভয়ে ছোটাছুটি করতে থাকে। মুহুর্তেই বিচার প্রার্থী, আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারির মধ্যে সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিচারক সকলকে নিরাপদে সরে যেতে বলে তিনি আদালত মুলতবী করে এজলাস কক্ষ ত্যাগ করেন। বিচারপ্রার্থী ও আইনজীবীরা আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে। একপর্যায়ে বিচারপ্রার্থীরা সোফাটি আদালতের বাহিরে বারান্দায় বের করে সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয়। আদালতের বেঞ্চ সহকারী শাহ জামাল জানান, বেলা ১২ টায় এজলাসে বিচার কাজ চলা কালে আইনজীবীদের বসার সোফার পিছনে ফোমের ভিতর সাপটি দেখতে পান আইনজীবীরা। এ সময় আদালত কক্ষে আতঙ্ক ছড়িয়ে পরে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাজিয়া আফরোজ, বিচারক সকলকে নিরাপদে থাকতে বলে এজলাস কক্ষ ত্যাগ করেন। এজলাস কক্ষ থেকে সোফাটি বের করে উপস্থিত লোকজন সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে আদালতের বিচার কার্যক্রম আজকের মত মুলতবি করা হয়।

২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS