এর আগে ওই দিন ভোরে লালমনিরহাট তিস্তা সেতুর টোল প্লাজা থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভাট৷ ভ্যানটি আটক করে বিজিবি।
বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কার্গো কাভার্ড ভ্যানে করে ভারতীয় পোশাকের একটি বড় চালান ঢাকা যাচ্ছিল।
খবর পেয়ে বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের একটি দল সোমবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতু টোল প্লাজায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যানটি আটক করে।
পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে এক হাজার ৪৬৬ পিস ভারতীয় শাড়ি, এক হাজার প্যান্টের পিস এবং এক হাজার ৪৭৯টি পাঞ্জাবি পাওয়া যায়। বিজিবি আরো জানায়, যার আনুমানিক মুল্য ৩ কোটি ২৭ লাখ ১৯ হাজার টাকা প্রায়।