শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহী-২ আসনে মহাজোট নৌকার ভরা ডুবি

রাজশাহী-২ আসনে মহাজোট নৌকার ভরা ডুবি

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:

রাজশাহী-২, আসনে ১৪ দলীয় জোট থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি প্রার্থী ফজলে হোসেন বাদশাকে নৌকা প্রতীক দেওয়া হলেও, স্বতন্ত্র প্রার্থী সাবেক অধ্যক্ষ মো: শফিকুর রহমান বাদশার কাছে তিনি পরাজিত হন।

স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা কাঁচি প্রতীকে ৫৬,১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীকে পেয়েছেন ৩২,৪২৩ ভোট। রাজশাহী-২, আসনটিতে ২০০৯, ২০১৪, ২০১৮ সালে জননেতা ফজলে হোসেন বাদশা জিতলেও এবার তিনি ২৩,৭১৮ ভোটের ব্যবধানে হেরে গেলেন।

আসনে ১১২টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৭৮৩জন। মোট ৭জন প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সারাদেশ জুড়ে ৭ জানুয়ারী রোববার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পযন্ত। রাত্রি ৮দিকে ফলাফল ঘোষণা করা হয়।

৯২ বার ভিউ হয়েছে
0Shares