শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় সেই চাঞ্চল্যকর মতি মেম্বার হত্যার মূলহোতা আটক 

কলমাকান্দায় সেই চাঞ্চল্যকর মতি মেম্বার হত্যার মূলহোতা আটক 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় সেই  চাঞ্চল্যকর মতিউর রহমান মতি মেম্বার (৬২) হত্যার প্রধান আসামিকে আটক করেছে র‌্যাব-১৪। আটককৃত মো. জিলানী (৩২) কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সাতপাকেরভিটা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

আজ মঙ্গলবার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কিশোরগঞ্জ র‌্যাব-১৪ (সিপিসি-২) এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির। এরআগে জিলানীকে গত সোমবার দিনগত রাতের  দিকে ময়মনসিংহের নান্দাইল থানাধীন শেরপুর এলাকা থেকে আটক করা হয়।

জানা গেছে , গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার ভোরে মতিউর রহমান মতির মোবাইল ফোনে কল আসে পরে দুইজন লোক এসে মোটরসাইকেল করে বাড়ি থেকে তাকে নিয়ে যায়। সকালে তার ছেলে বাবুল মিয়া তাকে খুঁজতে বাড়ি থেকে বের হন। পরে খবর পেয়ে রামনাথপুর এলাকার একটি পতিত জমিতে তার বাবার লাশ পড়ে থাকতে দেখেন। এই ঘটনায় পরের দিন গত ২০ ডিসেম্বর বুধবার সকালে নিহতের প্রথম স্ত্রী আয়েশা খাতুন  বাদী হয়ে কলমাকান্দা থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন । মামলা দায়ের পর তথ্য প্রযুক্তির সহযোগিতা ও ঘটনার পারিপাশ্বিকতায় সুত্র ধরে ঘটনার পরের দিন মামলা দায়ের পর গত বুধবার রাতেই উপজেলার পোগলা ইউনিয়নের মূল পোগলা গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে সাজু খান (৩৫) ও তার সহযোগী একই গ্রামের আলী উছমানের ছেলে মো. আপেল (২১) নামে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ভুক্তভোগীর মৃত্যুর পূর্বের বেশ কিছু দিনের চলাফেরা ও তার কথোপকথন পর্যালোচনা করে হত্যার সাথে জড়িত সন্দেহভাজন হিসেবে জিলানীকে চিহ্নিত করা হয়। ঘটনার দিন থেকে তার পলাতক থাকায় সন্দেহকে আরও দৃঢ় করে এবং তাকে আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। প্রথমে সে গাজীপুরে কিছুদিন আত্মগোপনে থাকলেও পরবর্তীতে তাকে নান্দাইলের শেরপুর এলাকা থেকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

এ হত্যা মামলায় তদন্তপ্রাপ্ত অপর আসামি সাজু খান ইতোমধ্যে আদালতে জবানবন্দীতে ধৃত আসামি জিলানী হত্যাকান্ডের মূল আসামি হিসেবে জড়িত থাকা মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে। আটককৃতকে কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এ বিষয়ে মঙ্গলবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা জুনেব খান সত্যতা নিশ্চিত করে বলেন  , মতিউর রহমান মতির হত্যাকাণ্ডের ঘটনায় আটককৃত জিলানীকে আগামীকাল (বুধবার) সকালে  বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। এরআগে সাজু খান  বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গুরুত্ব সহকারে মামলা তদন্ত চলছে।

৫৫ বার ভিউ হয়েছে
0Shares