শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ীতে মাদ্রাসার উদ্যোগে শহীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে মাদ্রাসার উদ্যোগে শহীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর (পুরাতন বন্দর) গ্রামে অবস্থিত তছিমুউদ্দিন ও অফির নেছা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাবোডিং এর উদ্যোগে বিজয়ের মাসে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মাদ্রাসা প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় সভাপতি করেন অত্র মাদ্রাসার সভাপতি আব্দুল হানিফ সুজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোছাঃ ফারজানা রহমান শিমলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার মহিলা কাউন্সিলর তঞ্জু আরা, শিবনগর ইউপির ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ কুমার রায়, মহিলা সদস্য মঞ্জুআরা বিউটি,আওয়ামী লীগ নেতা মাসুদ রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রায় ১০০০ এলাকাবাসী অংশগ্রহণ করেন। আলোচনা শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ও মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ শরিফুল ইসলাম। প্রধান অতিথি মোছাঃ ফারজানা রহমান শিমলা তার বক্তব্যে শহীদদের স্মৃতিচারণ করেন এবং মাদ্রাসার উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। পরিশেষে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে অংশগ্রহণ করে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহŸান জানান। এবং তার পিতা দিনাজপুর ৫ আসনের নৌকার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধে এ্যডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এর জন্য সকলের কাছে দোয়া এবং ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন, মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টুসহ প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ।

১৫৭ বার ভিউ হয়েছে
0Shares