শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত 

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত 

মুহাম্মদ মহিউদ্দিন (চট্টগ্রাম) মহানগর।  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রকল্প অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগে ০২ ডিসেম্বর ইং (শনিবার)  বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে হাসপাতালের লেকচার গ্যালারীতে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামে জেলা প্রশাসক ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক এবং চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও রোটারী ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট – ৩২৮২ এর ডিষ্ট্রিক্ট গভর্ণর নমিনি ডাঃ মইনুল ইসলাম মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক ডাঃ মাহমুদ আহমেদ চৌধুরী আরজু। প্রতিবন্ধী রোগীদের চিকিৎসা সেবার বিষয়ে বিশেষ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ রেহানা আহমেদ। প্রধান অতিথি ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুরা আমাদেরই সন্তান। তাদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। তাদের বিষয়ে বিশেষভাবে নজর দিতে হবে। তাদের চলাচলের পথ সুগম ও সুন্দর করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে তাদের চলাচলের জন্য আলাদা র‌্যাম্পের ব্যবস্থা করতে হবে। প্রতিবন্ধী শিশুদের জন্য আলাদা উন্মুক্ত উদ্যান, খেলাধুলার মাঠ ও আলাদা শিশু পার্কের ব্যবস্থা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধী শিশুদের অধিকার ও তাদের সুযোগ সুবিধার বিষয়ে খুবই গুরুত্ব দিচ্ছেন এবং অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে আপনারা এই বিশেষায়িত শিশুদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনাদের এই কাজে আমরাও সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাব। প্রধান অতিথি আরো বলেন, আমার সহধর্মিনীও প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করছেন। তিনিও আপনাদের হাসপাতালে আসবেন এবং আপনাদের সাথে কাজ করবেন।  ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আপনাদের ক্যান্সার হাসপাতালের জন্য আমরা জায়গার ব্যবস্থা করে দিয়েছি এবং প্রস্তাবিত  বিশ্ববিদ্যালয়ের জন্য আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয়  জায়গা বরাদ্দ দেয়ার জন্য ব্যবস্থা নেয়া হবে। বিশেষ অতিথি ওয়াহিদ মালেক বলেন, প্রতিবন্ধী শিশুদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। ওদের জন্য ছোট ছোট উদ্যোগ নিতে হবে। ওরাতো আমাদের পরিবারেরই একজন। আমার দেখে খুবই ভালো লেগেছে আপনাদের এখানে শিশু বিকাশ কেন্দ্রে এক ছাদের নিচে সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে। আসুন আমরা সবাই তাদের জন্য কিছু করি, তাদের মুখে হাঁসি ফোটাই। বিশেষ অতিথি ডাঃ মইনুল ইসলাম মাহমুদ বলেন, মা ও শিশু হাসপাতাল সারা দেশে বেসরকারী পর্যায়ে চিকিৎসা সেবার জন্য বিশেষভাবে সমাদৃত। হাঁটি হাঁটি পা পা করে মা ও শিশু হাসপাতাল আজ একটি বিশাল মহিরুহে পরিণত হয়েছে। তিনি হাসপাতালের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার) সৈয়দ আজিজ নাজিমউদ্দিন, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, ডোনার সদস্য মোঃ শহীদ উল্লাহ, সদস্য মোঃ হারুন ইউসুফ, ডাঃ ফজল করিম বাবুল, চমাশিহা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাঃ অসীম কুমার বড়ুয়া, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক ( মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক/শিক্ষিকা, ডাক্তার, নার্স কর্মকর্তা, কর্মচারীবৃন্দ প্রমুখ। এর আগে  বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটার আয়োজন করা হয়।
১২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS