বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত রোহিঙ্গা হলেন, উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মোঃ রহিম এর ছেলে মোঃ রফিক (২৬)।শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে জনৈক মোঃ কামাল বাড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারকৃত রোহিঙ্গার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS