মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোবিন্দগঞ্জে হরতালের প্রতিবাদে সাবেক মেয়র ও নৌকার মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান সরকারের বিক্ষোভ মিছিল

গোবিন্দগঞ্জে হরতালের প্রতিবাদে সাবেক মেয়র ও নৌকার মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান সরকারের বিক্ষোভ মিছিল

গাইবান্ধা প্রতিনিধি  : বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। রোববার (১৯ নভেম্বর) বিকালে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের চতুরঙ্গ মোড় থেকে বের হয়ে দক্ষিণ বাসস্ট্যান্ড ও থানা মোড় (চারমাথা) প্রদক্ষিণ করে চতুরঙ্গ মোড়ে ফিরে পথসভায় মিলিত হয়।
সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান সরকারের নির্দেশে বিক্ষোভ মিছিলে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম ঝন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক আযম সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মন্ডল, দপ্তর সম্পাদক হাজী ফরিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইকবাল লোহানী, গোবিন্দগঞ্জ সরকারী কলেজের ছাত্রলীগের আহবায়ক শামীম প্রধান, আওয়ামী লীগ নেতা হিরু তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মানিক, আওয়ামী লীগ নেতা সানোয়ার, পৌর আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক, ছাত্রনেতা শান্ত ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পথসভায় বক্তারা বলেন, নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াত এবারের নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে হরতাল অবরোধের নামে অগ্নিসংযোগ, জানমালের ক্ষতিসাধন করছে।
৩৭ বার ভিউ হয়েছে
0Shares