বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের একডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের একডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে ২টি শিক্ষা প্রতিষ্ঠানের একডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন চৌধুরী।

শিক্ষা প্রতিষ্ঠান দুটি হলো কোচাশহর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা।

উদ্বোধন উপলক্ষে কোচাশহর দ্¦ি-মুখি উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউপি’র সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক রাজু সরকারের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, সংসদ সদস্যের রাজনৈতিক সমন্বয়ক আব্দুল্যাহ আল হাসান চৌধুরী লিটন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জ মিয়া. প্রধান শিক্ষক আইয়ুব হোসেন, যুবলীগ নেতা শামিম মিয়া প্রমুখ। পরে প্রধান অতিথি সংসদ সদস্য প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন চৌধুরী মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS