সোমবার- ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নড়াইলের কালিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মরা গাছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

নড়াইলের কালিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মরা গাছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন প্রধান সড়কে মরা শিশু গাছ যেন মরণ ফাঁদ হিসেবে দাঁড়িয়ে আছে। এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, কালিয়া- যোগানীয়া সড়কের বাঐসোনা থেকে যোগানীয়া পর্যন্ত প্রধান সড়কের পাশে অসংখ্য মরা শিশু গাছ মূর্তিমান আতঙ্ক হয়ে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে। ঝড় বা দমকা হাওয়ায় যে কোনো মুহূর্তে সড়কে আছড়ে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, এটি একটি ব্যস্ততম সড়ক। প্রতিদিন শত শত যানবাহন এ সড়কে চলাচল করে। কালিয়া থেকে গোপালগঞ্জ যাতায়াতের একমাত্র সড়ক এটি। রাস্তার পাশের মরা শিশুগাগুলো দীর্ঘদিন ধরে এভাবে থেকে পচন ধরেছে। যে কোনো সময় প্রাকৃতি দুর্যোগে ভেঙে পড়লে প্রাণহানির আশঙ্কা আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মরা গাছগুলো সরিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।
বাঁকা গ্রামের মিঠু শিকদার জানান, মরা গাছগুলো দ্রুত কেটে সরিয়ে নেওয়া দরকার। বড় ধরনের বাতাস হলে আমরা খুব ভয়ে থাকি, কখন ভেঙে মানুষের মাথার  ওপর পড়ে।
নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের   চেয়ারম্যান বলেন, মহাসড়কের পাশে সামাজিক বনায়নের গাছ অপসারণ করতে বিভিন্ন দফতরে ধরণা দিতে হয়। মরা গাছ সড়কের পাশে থাকা খুবই ঝুঁকিপূর্ণ, এতে যে কোনো সময় ভেঙে পড়ে বড়ো ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাবেন বলে জানান তিনি।
এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে, বলেন, ওই গাছগুলো কোনো দপ্তরের আওতায় পড়েছে নায়েবকে পাঠিয়ে নিশ্চিত হয়ে বিধি মোতাবেক ব্যবস্থাগ্রহণ করবেন।
৩৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS