সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
উল্লাপাড়ায়  একজোট হয়েছেন আ’লীগের মনোনয়ন প্রত্যাশীরা 

উল্লাপাড়ায়  একজোট হয়েছেন আ’লীগের মনোনয়ন প্রত্যাশীরা 

সিরাজগঞ্জ প্রতিনিধি  : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একজোট হয়েছেন নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশীরা। বৃহস্পতিবার রাতে  উল্লাপাড়া পৌর উম্মুক্ত মঞ্চে
 প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে  তারা এ ঘোষনা দেন।  পৌর মেয়র এস.এম নজরুল ইসলামের উদ্যোগে উন্নয়ন প্রচার সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে  উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শফিউল আলম হেভেন এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন, নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান  বীরমুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি, অনুষ্ঠানের আয়োজক  আ’লীগের মনোনয়ন প্রত্যাশী পৌর মেয়র এস.এম নজরুল ইসলাম,  মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা  চেয়ারম্যান আলহাজ্ব জাহেদুল হক, মনোনয়ন প্রত্যাশী সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মোখলেছুর রহমান ডাবলু, সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু,  উপজেলা আ’লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুজ্জামান অলক, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ স্বপন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল ইসলাম বকুল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  অনুষ্ঠানে   বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়ে ওঠা আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। হাসিনা সরকারের ধারাবাহিক উন্নয়নে বাংলাদেশ এখন সারা বিশ্বে নজর কেড়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় দিন বদলের রূপকার শেখ হাসিনার সরকার বারবার দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের ধারা বাহিকতার বিকল্প নেই। তারা আরো বলেন সারা দেশে উন্নয়নের জোয়ারে ভাসছে। বিশ্বের উন্নত দেশের নেতারা বাংলাদেশের উন্নয়ন চিত্র নিয়ে তুলনা করছে বিভিন্ন দেশে।  তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনে
দুর্নীতিবাজ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে সৎ, নির্ভীক ও আদর্শবান নেতাদের পাশে থাকার অনুরোধ জানান তারা। এ সময় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান উন্নয়ন সমাবেশের বক্তারা।
এ সময় মাদকমুক্ত স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে উন্নয়ন সমাবেশে দেশের খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS