বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুরে শেখ রাসেল দিবস পালিত 

দুর্গাপুরে শেখ রাসেল দিবস পালিত 

দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দিনব্যপি নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের পুষ্পস্তবক অর্পণ, সর্বস্তরের অংশগ্রহনে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগ সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ওসি উত্তম কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, আ‘লীগ নেতা বিপ্লব মজুমদার, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তি উপজেলা শিল্পকলা একাডেমি শেখ রাসেল কে নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
১২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS