মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
লালমনিরহাট  দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির  সভা অনুষ্ঠিত হয়। 

লালমনিরহাট  দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির  সভা অনুষ্ঠিত হয়। 

লালমনিরহাট  প্রতিনিধি।লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, তিস্তা নদীর উজানে  ভারতে ব্যাপক বন্যার দরুন  জেলার তিস্তা নদী  সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকল মহলকে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করের।এ সময তিনি জানান, ইতোমধ্যে পাটগ্রাম,হাতীবান্ধা  কালীগঞ্জ,আদিতমারী ও সদর উপজেলার নদী তীরবর্তী এলাকা থেকে লোকজনকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায়   প্রশাসন সর্বোচ্য সতর্কতায় রয়েছে। এ ছাড়া, জেলায ত্রান সামগীও  পর্যাপ্ত মজুত রয়েছে।
এ দিকে পানি উন্ণয়ন বোর্ড জানায় আজ দুপুর ১২ টা থেকে চারটা চার ঘন্টার ব্যবধানে নীলফামারীর ডালিয়া পয়েন্টে  বিকেল চারটায় ৮১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৫ নেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS