বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রৌমারীতে উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রৌমারীতে উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। জাতীয় পার্টির প্রতিষ্ঠা ১ জানুয়ারী ১৯৮৬ সাল দীর্ঘ বছর পর এই প্রথম সম্মেলনের মাধ্যমে রৌমারী উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর মঙ্গলবার বেলা বারোটায় বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাপু মিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দ্বি-বার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রৌমারী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নাসির উদ্দিন লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ আব্দুস সালাম, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান রোকনুজ্জামান শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিল, রৌমারী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব একে এইচ এম সাইফুর রহমান বাবলু।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজু আহমেদ সাংগঠনিক সম্পাদক উপজেলা জাতীয় পার্টি, রৌমারী সদর ইউনিয়ন সভাপতি কারী মোঃ আনছার আলী, বন্দবেড় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরুল হক সরকার, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল আউয়াল বুদেসহ প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড, ইউনিয়ন জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ ।
৬৫ বার ভিউ হয়েছে
0Shares