শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নড়াইলে তথ্য অফিসের ব্যবস্থাপনায় ডেঙ্গু মোকাবেলায় প্রতিটি পরিবারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে  

নড়াইলে তথ্য অফিসের ব্যবস্থাপনায় ডেঙ্গু মোকাবেলায় প্রতিটি পরিবারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে  

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় এক নারী সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার উক্তিটি করেন। সোমবার (২ অক্টোবর) সকাক এগারোটায়

জেলা তথ্য অফিস, নড়াইল এর ব্যবস্থাপনায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নারী সমাবেশ এর আয়োজন করা হয়।  সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমুহ, গুজব, সাম্প্রদায়িকতা, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করা হয়।

নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন নড়াইল জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো জাহাঙ্গির আলম ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগর কুমার রায়, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, লোহাগড়া উপজেলা, মোছা মিশরিকা, সভাপতি ম্যানেজিং কমিটি এবং মো ফারুক হোসেন, প্রধান শিক্ষক, ঈশানগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৷সমাবেশে সভাপতিত্ব করেন মো ইব্রাহিম আল মামুন, জেলা তথ্য অফিসার, নড়াইল ৷ অনুষ্ঠানে শতাধিক মহিলা উপস্থিত ছিলেন ৷

২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS