মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিরামপুরে ভারী বৃষ্টি ও ঝড়ে ক্ষতি গ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান

বিরামপুরে ভারী বৃষ্টি ও ঝড়ে ক্ষতি গ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের বাঁশবাড়িয়া সরকারি আবাসন  প্রকল্পের ঘরবাড়ি এবং বাঁশবাড়িয়া গ্রামের বেশ কয়েকটি ঘরবাড়ি ভারী বৃষ্টি ও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে স্থানীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি মহোদয়ের পক্ষ থেকে কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী সরকারি  ৫ টি আবাসন  প্রকল্পের ঘরবাড়ি মালিকদের মাঝে নগদ পাঁচ হাজার টাকা বিতরণ সহ বাঁশবাড়িয়া গ্রামের ক্ষতিগ্রস্ত ২৩ টি ঘরবাড়ি  মালিকদের মাঝে আর্থিক সহায়তা বাবদ নগদ পাঁচ হাজার টাকা  বিতরণ  করেন এবং দিনাজপুর জেলা প্রশাসক জনাব মোঃ শাকিল আহমেদ মহোদয়ের পক্ষ থেকে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন  ক্ষতিগ্রস্ত সরকারি আবাসন প্রকল্পের পাঁচটি ঘরবাড়ি  মালিকদের মাঝে  আর্থিক সহায়তা বাবদ নগদ ৩০০০ টাকা ও দুই বান্ডিল ঢেউটিন এবং বাঁশবাড়িয়া গ্রামের ক্ষতিগ্রস্ত ২৩ টি ঘর বাড়ি মালিকদের মাঝে আর্থিক সহায়তা বাবদ তিন হাজার টাকা সহ দুই বান্ডিল ঢেউটিন সহ শুকনো খাবার ৩০ কেজি চালসহ বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, অত্র উপজেলায় কয়েকদিন থেকে ভারী  বৃষ্টি বাদল  সহ ঝড় হওয়ায় উপজেলার দিওড় ইউনিয়নের সরকারি আবাসন প্রকল্পের কয়েকটি ঘরবাড়ি সহ বাঁশবাড়িয়া গ্রামের বেশ কয়েকটি ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, স্থানীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ সাদিক এমপি মহোদয়ের পক্ষ থেকে এবং দিনাজপুর  জেলার সম্মানিত জেলা প্রশাসক মহাদয়ের পক্ষ থেকে তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা সহ অন্যান্য উপকরণসহ বিতরণ করা হয়েছে।

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS