বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শাযেস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি :; নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী পৌরসভার একটি দেশীয় তৈরী এলজি ও গুলিসহ দুইরসন্ত্রাসীকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেঃ চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর গ্রামের সওদাগর বাড়ির মৃত বেল্লাল হোসেনের ছেলে মোঃ আজিম (২১) ও নাটেশ্বর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের ফরাজী বাড়ির মোঃ আবু তাহেরের ছেলে মোঃ হাসান (২১) । মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর পুলিশ তাদের চৌমুহনী পৌর এলাকার ডিবি রোডের মিয়ামী আবাসিক হোটেলের সামনের সড়ক থেকে গ্রেফতার করে। এ সময় পুলিশ একটি দেশীয় তৈরী এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই অস্ত্রধারীকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

৬৮ বার ভিউ হয়েছে
0Shares