শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কিস্তি টাকা দিতে দেরী হওয়ায় সেনবাগে এনজিও কর্মীর হামলায় স্বামী-স্ত্রী আহত

কিস্তি টাকা দিতে দেরী হওয়ায় সেনবাগে এনজিও কর্মীর হামলায় স্বামী-স্ত্রী আহত

মোঃ জাহাঙ্গীর আলম শাযেস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : সেনবাগে কিস্তির টাকা পরিশোধে বিলম্বত হওয়ায় এনজিও কোষ্টের কর্মির হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছে। ওই ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউপির খাজুরিয়া ২নং ওয়ার্ডে জালাল বাড়িতে। হামলায় আহতরা হচ্ছে ঃ হাজরা বেগম (৩০)ও তার স্বামী মোঃ মাসুদ (৩৫)। এ সময় বিক্ষুব্দ এলাকাবসাী তারেক নামের এক এনজিও কর্মীকে আটক করে রাখে।

হামলার শিকার মাসুদের ভাই টিপু জানান, তার ভাই সিএনজি অটোরিকশা চালক মাসুদ তার স্ত্রী হাজরা বেগমকে দিয়ে এনজিও কোষ্টর কানকিরহাট শাখা থেকে ৩০ হাজার টাকার কিস্তি উত্তোলন করে। আজ রোববার ছিলো ওই টাকার ৭ম কিস্তি পরিশোধের তারিখ। এনজিও কর্মী তারেক দুপুরে টাকার আদায়ের জন্য ওই বাড়িতে গেলে তাদেরকে বসিয়ে রেখে টাকার জোগাড় করতে কিছুট্ াবিলম্ব হওয়ায় তারা হাজরার স্বামী মাসুদের সাথে কথা কাটাকাটি করে এক পর্যায়ে এনজিও কর্মী তারেক মাসুদকে চাবি ছুড়ে মারে এতে সে আহত করে। এসময় হাজরা গিয়ে এলে সে হাজরাকেও মারধর করে করে বলে অভিযোগ পরিবারের। এক পর্যায়ে বিষযটি জানাজানি হলে বাড়ির লোকজন ও প্রতিবেশী এগিয়ে এসে এনজিও কর্মীকে আটক করে রাখে। সন্ধ্যা ৬টার সময় এবিষয়ে কোষ্ট কানকিরহাট শাখা ব্যবস্থাপকনজরুলে সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি জানানহাজরা ও সামদু বেশ কয়েকটি কিস্তি পরিশোধ না করায় কথা কাটাকাটির এক পর্যায়ে কর্মীর হাতে থাকা চাবির আঘাতে ওই আহতের ঘটনাটি ঘটেছে। বিষয়টি স্থানীয় ভাবে মিম্ংাসা করা হয়েছে। এবং আহত গ্রাহককে চিকিৎসার খরছ দেওয়া হয়েছে।

এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন জানান এবিষয়ে কেউ থানায় অবহিত করেনী।

২০৮ বার ভিউ হয়েছে
0Shares